EIIN : 104929; College Code : 4177

হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ

HAZRAT YASIN SHAH PUBLIC COLLEGE

Slide1

Slide2

Slide2

Slide2

Slide2

Photo Gallery

Sports & Cultural Program; Other Program; Study Tour Picture

All Notice

Institute Notice, Board Notice & Other Admission Notice

Login

Admin, Teacher, Staff & Student Login Panel

Admission Form

Online Admission Form.

Logo

আমাদের কলেজে স্বাগতম

"কলেজের ইতিহাস ও ঐতিহ্য"

সুজলা সুফলা গিরি কুন্তলা পাহাড় টিলা নদ-নদী খাল-বিল বন-বনানী বেষ্টিত রাউজান উপজেলা বাংলাদেশের একটি বহুল প্রশংসিত সমীহের সাথে উচ্চারিত উপজেলা। হযরত আশরাফ শাহ্ (রঃ), আকবর শাহ্ (রঃ), এয়াছিন শাহ্ -এর মতো বহু পীর আউলিয়া আধ্যাত্মিক সাধক, বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা যোদ্ধা বিপ্লবী মাস্টারদা সূর্যসেনসহ বহু বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা, স্বদেশখ্যাত রাজনীতিবিদ, মধ্যযুগের খ্যাতিমান কবি হামিদ আলী, মহাকবি নবীন সেনসহ বহু কবি সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ,  উপমহাদেশের অত্যন্ত যশস্বী কবিয়াল ফণি বড়ুয়া, এশিয়া বিখ্যাত শিক্ষাবিদ ড. বেণীমাধব বড়ুয়াসহ বহু বহু জ্ঞানী-গুণীর পুণ্যভূমি এই রাউজান। এই উপজেলার তথা উত্তর রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ। শিক্ষার বিকল্প শিক্ষা। শিক্ষার আলোয় এলাকার মানুষগুলোকে আলোকিত  করতেই ১৯৯৫খ্রিষ্টাব্দে ১নং হলদিয়া ইউনিয়নের প্রাক্তন  চেয়ারম্যান বিশিষ্ট সমাজ-সেবক শিক্ষাবিদ আলহাজ্ব মোহাম্মদ আবদুল ওহহাব বিএবিএড এর নেতৃত্বে এলাকার কয়েকজন গণ্যমান্য  শিক্ষানুরাগী সমাজ হিতৈষীকে নিয়ে অত্র অঞ্চলের আউলিয়া হযরত এয়াছিন শাহ্ (রঃ) -এর নামে এয়াছিন নগরে প্রতিষ্ঠা  করেন এই কলেজ। এই এলাকা ও এলাকার কাছাকাছি বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থাকলেও উচ্চ-মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায়, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে বাধা ও অনাগ্রহ দেখা দেয়। এমতাবস্থায় "হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ" প্রতিষ্ঠা হওয়ায়  বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের উচ্চ-শিক্ষার দ্বার উন্মোচনের এই সুবর্ণ-সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার এক অভূতপূর্ব সাড়া পড়ে যায়।
প্রতিষ্ঠার পর থেকে এই কলেজের বহু বহু শিক্ষার্থী সরকারি বেসরকারি কলেজে, স্কুলে শিক্ষকতা, সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানে চাকুরি করে এবং ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থেকে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। এলাকার বাল্যবিবাহ, বহুবিবাহ, সন্ত্রাসসহ নানা অন্যায়, অনিয়ম অনৈতিকতা উল্লেখযোগ্য হারে হ্রাসে এবং শিক্ষার হার বৃদ্ধিতে এই কলেজ ব্যাপক ভূমিকা অবদান রেখে চলেছে।

নৈসর্গিক প্রকৃতির অপরূপ মালঞ্চে তারুণ্যদীপ্ত তরুন-তরুণীদের উচ্চ শিক্ষার চারণভূমি ঐতিহ্যবাহী এই কলেজ। তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন, চারতলা বিশিষ্ট আইসিটি ভবন নিয়ে এই প্রতিষ্ঠানটি তার অগ্রযাত্রার পথে এগিয়ে চলছে। জ্ঞান-গরিমা, প্রজ্ঞা, ত্যাগ-তিতিক্ষা, সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার সুষ্ঠু পরিবেশ, গুণগত মান অর্জন, শ্রেণিকক্ষে পাঠদান প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি আজ অনেকের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত।  শিক্ষা প্রদানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড জাতীয় দিবস উদযাপন,দেয়ালিকা  প্রকাশ  প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ও বাঙালি ঐতিহ্যবাহী সাংস্কৃতির চর্চায় এ প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করছে।
উত্তরোত্তর সাফল্য অর্জনের মাধ্যমে অদূর ভবিষ্যতে এই কলেজটি উত্তর চট্টগ্রামের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে এই আমাদের দৃঢ় বিশ্বাস।

Message

অধ্যক্ষ মহোদয়ের বাণী

বীর চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা রাউজান। এই রাউজানের সর্ব উত্তরে সবুজ শ্যামল মনোরম পরিবেশে অবস্থিত রাউজানের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান 'হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ'। আধ্যাত্মিক পীর হযরত এয়াছিন শাহ্(রঃ)  পুণ্যনামে ১৯৯৫খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত "হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ" এর অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ হিতৈষী শিক্ষাবিদ আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওহ্হাব বিএবিএডসহ কলেজটি প্রতিষ্ঠায় যাঁরা অবদান ভূমিকা রেখেছেন তাঁদের প্রত্যেকের প্রতি আমি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। ১৯৯৬খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে আমি এই কলেজে পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করি। আমি অত্যন্ত গৌরবান্বিত এই জন্য যে কলেজটি, এমপিওভুক্ত করণসহ নানা উন্নয়ন-উন্নতিতে অন্যান্যদের সাথে আমিও সাধ্যমত অবদান ভূমিকা  রাখতে পেরেছি। যে কলেজটির একটু একটু এগিয়ে যাওয়ার অন্যতম সাথী-সাক্ষী আমি আজ আমি সেই কলেজটির অধ্যক্ষ পদে নিযুক্ত। এখন আরও গভীর ও নিবিড়ভাবে কলেজটির শিক্ষাসহ অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে পারার এই সুবর্ণ সুযোগ অবকাশ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
কলেজের অবকাঠামোগত এবং শিক্ষার উন্নয়নে কলেজ প্রতিষ্ঠার শুরু থেকেই রাউজানের অভিভাবক মাটি-মানুষের নেতা গ্রিন ক্লিন ও পিংক রাউজানের রূপকার আধুনিক স্মার্ট রাউজানের স্বপ্নদ্রষ্টা বারবার নির্বাচিত সাংসদ বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব এবিএম ফজলে করিম চৌধুরী ও কলেজ গভর্নিং বডির সভাপতি রাউজান উপজেলার বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাদা মনের মানুষ বিশিষ্টা সমাজ-সেবক আলহাজ্ব একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল মহোদয় সর্বাত্মক আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত এই মহাত্মাদ্বয়ের নির্দেশনা পরামর্শ আমাদের কলেজের ব্যাপক প্রভাব-প্রতিফলন ও উপকার করছে।তাঁদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা।  

প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ নিয়ে সম্পূর্ণ একটি শিক্ষা-বান্ধব মনোরম সুনিবিড় শান্ত, শ্যামল পরিবেশে এই প্রতিষ্ঠানটি তার অগ্রযাত্রার পথে এগিয়ে চলছে। জ্ঞানচর্চা, প্রজ্ঞা-দিক্ষা ত্যাগ-তিতিক্ষা, সৃজনশীল কর্মকাণ্ড, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, গুণগত মান অর্জন, শ্রেণিকক্ষে পাঠদান প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি আজ অনেকের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত।  শিক্ষা প্রদানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, জাতীয় দিবস উদযাপন, বার্ষিকী শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষা-সফর  প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ও বাঙালি ঐতিহ্যবাহী সাংস্কৃতির চর্চায় এ প্রতিষ্ঠান সদা তৎপর। শিক্ষা প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ মাল্টিমিডিয়া ডিজিটালইজ ক্লাস, মডেল টেস্ট পদ্ধতি, নাইট সুপারভিশন কাউন্সেলিং, সারাবছরের শিক্ষাকার্যক্রম সন্নিবেশিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার, ধুমপান ও সন্ত্রাসমুক্ত পরিবেশ অত্যন্ত যত্নসহকারে দক্ষ, অভিজ্ঞ তারুণ্যদৃপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান। এরই ফলশ্রুতি বরাবর এ প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সমগ্র রাউজান উপজেলায় ফলের ক্ষেত্রে প্রথম সারিতে অবস্থান  করে আসছে। এছাড়া

১. কলেজের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সম্পূর্ণ প্রতিষ্ঠানটি সিসিটিভি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রিত
২. শৃঙ্খলা কমিটির মাধ্যমে প্রতিদিন তদারকি করা হয়
৩. GPA-5 প্রাপ্ত গরীব শিক্ষার্থীদের  বিনা বেতনে অধ্যয়নের সুযোগ
৪. গরীব শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তি ও বেসরকারি বৃত্তির সুযোগ
৫. দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের ভর্তিকালীন ও কলেজে অধ্যয়নকালীন বিশেষ ছাড়
৬.  ইংরেজি বিষয়ে বিশেষ ক্লাস
৭. বিষয়-ভিত্তিক আলাদা  সৃজনশীল ও আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান
৮. সার্বক্ষণিক ক্লাস মনিটরিং ব্যবস্থা
৯. ভর্তিকৃত সব শিক্ষার্থীদের ছোট
       ছোট  গ্রুপে বিভক্ত করে স্ব স্ব
       বিভাগেরে এক একজন শিক্ষক
       কর্তৃক নিয়মিত তত্ত্বাবধান করা
১০. ডিজিটাল হাজিরা গ্রহণ
১১. সহস্রাধিক গ্রন্থ ও পর্যাপ্ত উন্মুক্ত পাঠ
       সুবিধাসহ সমৃদ্ধ গ্রন্থাগার
১২. সব ধর্মের শিক্ষার্থীদের সার্বিক
       সৌহার্দপূর্ণ সহাবস্থান পূর্বক
       ধর্ম-চর্চার পরিবেশ এবং নামাজের
       সুব্যবস্থা
১৩. স্কাউটিং ও রেঞ্জার গঠনের মাধ্যমে
       শিক্ষা ও শিক্ষার্থীদের মানস গঠন
       ব্যবস্থা
১৪. পর্যাপ্ত ও প্রয়োজনীয় বিজ্ঞান
        সামগ্রীযুক্ত সমৃদ্ধ ল্যাবরেটরি তথা
        বিজ্ঞানাগার
১৬. বহুল তথ্যচিত্র ও গ্রন্থসহ আকর্ষণীয়
        বঙ্গবন্ধু কর্নার
১৭. রয়েছে প্রচুর ফল-ফুলের গাছের
       নয়নাভিরাম ছাদবাগান
কলেজের এই অগ্রযাত্রায় সমগ্র এলাকাবাসী, গভর্নিং বডি, অভিভাবক মণ্ডলী কোমলমতি শিক্ষার্থীদের  অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।



মোহাম্মদ আব্দুল মন্নান
অধ্যক্ষ
হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ
রাউজান চট্টগ্রাম।

Latest Notice

TODAY

3

YESTERDAY

LAST 7 DAYS

3095

TOTAL

Photo Gallery